ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

রায়পুরায় অস্ত্রসহ গ্রেপ্তার ২ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১০ ঘণ্টা, মে ২০, ২০২৩
রায়পুরায় অস্ত্রসহ গ্রেপ্তার ২  জব্দ করা বিদেশি অস্ত্র ও গুলি

নরসিংদী: নরসিংদীর রায়পুরায় বিদেশি অস্ত্র ও গুলিসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

শনিবার (২০ মে) দুপুরের দিকে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

 এর আগে গতকাল শুক্রবার (১৯ মে) বাঁশগাড়ী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- রায়পুরায় উপজেলার বালুয়াকান্দি এলাকার বিরাজ মিয়ার ছেলে রুবেল ওরফে ছোট রুবেল (২৯) ও কাচারিকান্দি এলাকার নুরুজ্জামানের ছেলে ইমরান আলী (১৯)। রুবেলের সহযোগী ইমরান।  

পুলিশ জানায়, গোপন তত্যের ভিত্তিতে গতকাল শুক্রবার রায়পুরার চরাঞ্চলের বাঁশগাড়ী বালুয়াকান্দু এলাকা থেকে ওয়ারেন্টভুক্ত একাধিক মামলার আসামি রুবেল ও তার সহযোগী ইমরানকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের শরীর তল্লাশি করে একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলি পাওয়া যায়। এ ঘটনায় গ্রেপ্তার দু’জনের নামে সন্ধ্যার দিকে পুলিশ বাদী হয়ে রায়পুরা থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করে।

রায়পুরা থানার উপ-পরিদর্শক (এসআই) ইকবাল ইউসুফ জানান, গ্রেপ্তার রুবেলের নামে হত্যা, লুটপাট, অগ্নিসংযোগ অস্ত্রসহ ১৪টি মামলা রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, মে ২০, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।