ঢাকা, শনিবার, ১৯ বৈশাখ ১৪৩২, ০৩ মে ২০২৫, ০৫ জিলকদ ১৪৪৬

জাতীয়

দিনাজপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৩০, জানুয়ারি ২৩, ২০২৫
দিনাজপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত 

দিনাজপুর: দিনাজপুরের কাহারোলে বাসের ধাক্কায় দেলোয়ার হোসেন (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।  

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে উপজেলার তেরোমাইল গড়েয়া বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দেলোয়ার বীরগঞ্জ উপজেলার কমরপুর এলাকার লুৎফর রহমানের ছেলে।  

পুলিশ ও স্থানের সূত্রে জানা গেছে, তেরোমাইল গড়েয়া বাজার সংলগ্ন ফাহিম ফিলিং স্টেশন থেকে তেল নিয়ে মোটরসাইকেল নিয়ে দিনাজপুরে আসছিলেন দেলোয়ার। পথে দশমাইলের দিক থেকে আসা বিআরটিসির একটি বাস তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  

কাহারোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৫
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।