ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

জাতীয়

চোরাই মালামাল উদ্ধারসহ আসামি গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৫ ঘণ্টা, মে ২১, ২০২৩
চোরাই মালামাল উদ্ধারসহ আসামি গ্রেপ্তার ফাইল ফটো

ঢাকা: চোরাই মালামাল উদ্ধারসহ হত্যা ও অস্ত্র মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে মতিঝিল থানা পুলিশ।  

গ্রেপ্তার আসামি হলেন- মো. জসিম উদ্দিন ওরফে জসিম।

তিনি ডেমরা ও যাত্রাবাড়ী এলাকার ভাসমান বাসিন্দা।  

রোববার (২১ মে) বিকেলে মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।  

তিনি জানান, গত ৯ মে মতিঝিল থানার জীবন বীমা ভবনের প্যাসিফিক অটোমেশন সিস্টেমস নামে একটি প্রতিষ্ঠানের দরজার লক কেটে পিবিএক্স এক্সটেনশন কার্ড, বসনিয়া ব্রান্ডের টেলিফোনসেটসহ বেশ কিছু টাকা চুরি হয়। এ ঘটনায় মালিকের অভিযোগের প্রেক্ষিতে মতিঝিল থানায় একটি চুরি মামলা করা হয়।

তিনি জানান, মামলার পরপরই ওই অফিসসহ আশপাশ এলাকার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে একজনকে শনাক্ত করা হয়। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডেমরার বাঁশেরপুল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।  

তিনি আরও জানান, গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ওই অফিস থেকে চুরি হওয়া ৩টি পিবিএক্স এক্সটেনশন কার্ড, ৬টি বসনিয়া ইন্টারকম সেট ও চুরি করার যন্ত্রপাতি উদ্ধার করা হয়।

ওসি জানান, গ্রেপ্তার জসিমের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় একটি হত্যা, নারায়ণগঞ্জের সোনারগাঁও থানায় একটি অস্ত্র মামলাসহ মতিঝিল থানায় আরও একটি চুরির মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, মে ২৩, ২০২৩
এসজেএ/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।