ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

চকবাজারে ইয়াবাসহ গ্রেপ্তার ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৩ ঘণ্টা, মে ২৩, ২০২৩
চকবাজারে ইয়াবাসহ গ্রেপ্তার ২ সংগৃহীত ছবি

ঢাকা: রাজধানীর চকবাজার এলাকা থেকে ১ হাজার ইয়াবা ট্যাবলেটসহ দুইজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) চকবাজার মডেল থানা পুলিশ।

মঙ্গলবার (২৩ মে) সকালে চকবাজার থানাধীন বকশিবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, মিঠু মিয়া ওরফে মিল্টন ও মো. রতন মিয়া।

চকবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল কাইউম জানান, বকশিবাজার এলাকায় মাদক কারবারিরা ইয়াবা বিক্রি করছে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ১ হাজার পিস ইয়াবাসহ মিঠু ও রতনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা দেশের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকা শহরের বিভিন্ন স্থানে বিক্রয় করতো। তাদের বিরুদ্ধে চকবাজার মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

গ্রেপ্তার মিঠুর বিরুদ্ধে গাজীপুর জেলার কালিয়াকৈর থানায় একটি মামলা রয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, মে ২৩, ২০২৩
পিএম/ এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।