ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ট্রাকচাপায় দুমড়েমুচড়ে গেল অটোরিকশা, নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৫ ঘণ্টা, মে ২৭, ২০২৩
ট্রাকচাপায় দুমড়েমুচড়ে গেল অটোরিকশা, নিহত ১

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাকচাপায় একটি যাত্রীবাহী অটোরিকশা দুমড়েমুচড়ে গেছে। এতে মোহাম্মদ আলী শেখ (৪২) নামে এক যাত্রী নিহত হয়েছেন এবং চার যাত্রী আহত হয়েছেন।

 

শনিবার (২৭ মে) বেলা সাড়ে ১১টার দিকে বগুড়া-নগরবাড়ি মহাসড়কে উপজেলার চালা চৌকিদহ ব্রীজের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে।  

নিহত মোহাম্মদ আলী শেখ সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নলকা গ্রামের মৃত মোকছেদ আলীর ছেলে।  

বিষয়টি নিশ্চিত করে হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল কবির জানান, চৌকিদহ ব্রীজ এলাকা থেকে যাত্রী নিয়ে উল্লাপাড়ার দিকে যাচ্ছিল সিএনজি চালিত অটোরিকশাটি। এ সময় বাঘাবাড়ি থেকে হাটিকুমরুলগামী একটি ট্রাক ওই অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান মোহাম্মদ আলী। এতে অটোরিকশার আরও চার যাত্রী  আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি জব্দ করেছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে।  

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, মে ২৭, ২০২৩
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।