ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সিলেটে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত আ.লীগ নেতা

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৮ ঘণ্টা, মে ২৯, ২০২৩
সিলেটে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আহত আ.লীগ নেতা ছুরিকাঘাতে আহত আওয়ামী লীগ নেতা

সিলেট: সিলেট মহানগরের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুর রহমান পাপ্পুকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা।

রোববার (২৮ মে) মধ্যরাতে নগরের শাহী ঈদগাহ এলাকায় তাকে পেট ও উরুতে ছুরিকাঘাত করা হয়।

স্থানীয় সূত্র জানায়, ঘটনার সময় নগরের শাহী ঈদগাহ আল্লাহু পয়েন্টে সামনে দাঁড়ানো ছিলেন আওয়ামী লীগ নেতা আমিনুর রহমান পাপ্পু। এমন সময় ৪-৫ জন যুবক তার ওপর হামলা করে। দুর্বৃত্তরা তার পেটে ও উরুতে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

তাৎক্ষণিক স্থানীয়রা তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তার দেহে দ্রুত অস্ত্রোপচার করেন।

এদিকে, আমিনুর রহমান পাপ্পুকে দেখতে মধ্যরাতেই হাসপাতালে ছুটে যান সিলেট সিটি করপোরেশনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী। তিনি আমিনুর রহমানের চিকিৎসার খোঁজখবর নেন।

সিলেট মহানগর পুলিশের এয়ারপোর্ট থানাধীন আম্বরখানা ফাঁড়ির ইনচার্জ মফিজুর রহমান বলেন, খবর পেয়ে তারা তাৎক্ষণিক ঘটনাস্থল ও হাসপাতালে যান। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।  

বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, মে ২৯, ২০২৩
এনইউ/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।