ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মুগদা জেনারেল হাসপাতালে যুবকের লাশ, পাঠানো হলো ঢামেকে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৯ ঘণ্টা, জুন ১, ২০২৩
মুগদা জেনারেল হাসপাতালে যুবকের লাশ, পাঠানো হলো ঢামেকে প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর মুগদা জেনারেল হাসপাতাল থেকে এক যুবকের লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। নিহতের নাম ফিরোজ (২৫)।

বৃহস্পতিবার (১ জুন) এ তথ্য নিশ্চিত করে পুলিশ। এর আগে বুধবার দিনগত রাতে লাশটি উদ্ধার করে ঢামেকের মর্গে পাঠানো হয়।

মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা জানান, ২৭ মে ওই ব্যক্তিকে রাস্তায় অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখে কে বা কারা উদ্ধার করে মুগদা জেনারেল হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি করে যায়। সেখানে চিকিৎসাধীন ছিলেন তিনি। বুধবার দিনগত রাতে তার মৃত্যু হয়।

তিনি আরও জানান, হাসপাতাল কর্তৃপক্ষ খবর দিলে সেখান থেকে লাশটি ঢামেকে নিয়ে যাওয়া হয়। নিহত ভবঘুরে প্রকৃতির ছিলেন বলে ধারণা করা হচ্ছে। ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে তার বিস্তারিত পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১১৪৯ ঘণ্টা, জুন ০১, ২০২৩
এজেডএস/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।