ঢাকা, মঙ্গলবার, ২৬ ভাদ্র ১৪৩১, ১০ সেপ্টেম্বর ২০২৪, ০৬ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

২৭ কেজির বাঘাইর ৪১ হাজারে বিক্রি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৭ ঘণ্টা, জুন ৯, ২০২৩
২৭ কেজির বাঘাইর ৪১ হাজারে বিক্রি

রাজবাড়ী: রাজবাড়ী জেলার দৌলতদিয়ার পদ্মা নদীতে জেলের জালে সাড়ে ২৭ কেজি ওজনের একটি বিশাল আকারের বাঘাইর মাছ ধরা পড়েছে।

শুক্রবার (৯ জুন) সকাল ৭টার দিকে দৌলতদিয়া ফেরিঘাট সংলগ্ন পদ্মা-যমুনার মোহনায় জেলে জব্বার শেখের জালে মাছটি ধরা পড়ে।

জব্বার শেখ বলেন, প্রতিদিনের মতো রাতে পদ্মা নদীতে সহযোগীদের নিয়ে ট্রলারে মাছ ধরতে যাই। রাতে কোনো মাছ ধরা না পড়ায় নদীতে জাল ফেলে অপেক্ষায় থাকি। সকালের দিকে জাল টেনে তুলতেই বড় ধরনের টান অনুভব করি। পরে দেখতে পাই একটি বাঘাইর মাছ ধরা পড়েছে।

মাছটি সকালে বিক্রির জন্য দৌলতদিয়ায় রওশনের আড়ৎতে নিয়ে আসলে দৌলতদিয়া ঘাটের মাছ ব্যবসায়ী শাজাহান শেখ মাছটি উন্মুক্ত নিলামে ১ হাজার ৪০০ টাকা কেজি দরে ৩৮ হাজার ৫০০ টাকা দিয়ে কিনে নেন।

দৌলতদিয়ার মৎস্য ব্যবসায়ী মো. শাজাহান শেখ বলেন, সকাল ১০ টার দিকে রওশনের আড়ৎ থেকে ২৭ কেজি ৫০০ গ্রাম ওজনের বাঘাইর মাছটি উন্মুক্ত নিলামে ১ হাজার ৪০০ টাকা প্রতি কেজি দরে মোট ৩৮ হাজার ৫০০ টাকায় কিনে নেই। মাছটি আমার ঘরে এনে বিভিন্ন ক্রেতার কাছে বিক্রির জন্য মুঠোফোনে যোগাযোগ করেছি। পরে মাছটি প্রতি কেজি ১ হাজার ৫০০ টাকা দরে ৪১ হাজার ২৫০ টাকায় ঢাকা মিরপুরে বিক্রি করি।

বাংলাদেশ সময়: ১৩২৭ ঘণ্টা, জুন ০৯, ২০২৩
জেডএ/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।