ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জাতীয়

রূপগঞ্জে ব্যবসায়ীকে গলাকেটে হত্যা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৭ ঘণ্টা, জুন ৯, ২০২৩
রূপগঞ্জে ব্যবসায়ীকে গলাকেটে হত্যা ছবি: প্রতীকী

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের রূপগঞ্জে সোলায়মান মিয়া (৫৮) নামে এক ব্যবসায়ীকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (৯ জুন) রাত ৮টার দিকে উপজেলার কাঞ্চন পৌরসভার কালাদি এলাকার এশিয়ান হাইওয়ে বাইপাস সড়কের পাশে এ ঘটনা ঘটে।

সোলায়মান কাঞ্চন পৌরসভার কালাদি বড়বাড়ি এলাকার মৃত আইয়ুব আলীর ছেলে।

রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান জানান, রাতে কাঞ্চন পৌরসভার কালাদি এলাকার এশিয়ান হাইওয়ে বাইপাস সড়কের পাশে জমি ব্যবসায়ী সোলায়মানকে ধারালো অস্ত্র দিয়ে গলাকেটে হত্যার পর ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়।  

হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে চেষ্টা চলছে বলেও জানান তিনি।

নিহতের পারিবারিক সূত্র জানায়, সোলায়মান কাঞ্চন বাজারে অবস্থান করছিলেন। এ সময় তাকে মোবাইল ফোনে কে বা কারা ডেকে নিয়ে এ হত্যাকাণ্ড ঘটায়।

বাংলাদেশ সময়: ২৩৩৪ ঘণ্টা, জুন ০৯, ২০২৩
এমআরপি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।