ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

অবৈধভাবে ভারত থেকে আনা ১৫৮ বস্তা চিনিসহ আটক ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৭ ঘণ্টা, জুন ১৬, ২০২৩
অবৈধভাবে ভারত থেকে আনা ১৫৮ বস্তা চিনিসহ আটক ৪

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে আনা ১৫৮ বস্তা চিনিসহ চারজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৬ জুন) দুপুরে উপজেলার কুটি বাজারের একটি সড়ক থেকে চিনির বস্তাসহ তাদের আটক করা হয়।

আটকরা হলেন- উপজেলার রানিয়ারা গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে মো. মাসুদ পারভেজ (৩২), কুমিল্লা জেলার দেবিদ্বার থানার চরবাকর গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে টিপু সরকার (৩০), একই গ্রামের খোকন মিয়ার ছেলে মামুন মিয়া (২৫) ও বরিশাল জেলার গৌরনদী থানার দয়াসুর গ্রামের মৃত শাহজাহান মিয়ার ছেলে সোহাগ সরদার (২৫)।

কসবা থানার ভারপ্রাপ্ত কমকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন বাংলানিউজকে জানান, গোপন তথ্যের ভিত্তিতে পুলিশের একটি আভিযানিক দল কুটি বাজারের একটি পাকা রাস্তার ওপর দুইটি পিকআপভ্যান জব্দ করে। এ সময় পিকআপভ্যানের ভেতর থেকে ১৫৮ বস্তা ভারতীয় চিনি জব্দ করে চারজনকে আটক করা হয়। উদ্ধারকৃত চিনি ওজন ১০ হাজার ৭৫০ কেজি। এ ঘটনায় চারজনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, জুন ১৬, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।