ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বান্দরবানে বিলুপ্ত প্রজাতির তক্ষকসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৪ ঘণ্টা, জুন ১৯, ২০২৩
বান্দরবানে বিলুপ্ত প্রজাতির তক্ষকসহ আটক ২

বান্দরবান: বান্দরবানের লামা উপজেলায় অভিযান চালিয়ে বিলুপ্ত প্রজাতির বন্যপ্রাণী তক্ষক উদ্ধার করেছে পুলিশ। এ সময় দুই পাচারকারীকে আটক করা হয়।

রোববার (১৮ জুন) রাত সাড়ে ১১টায় লামা উপজেলার ৩ নম্বর ফাসিয়াখালী ইউনিয়নের ৭ মাইল নামক স্থান থেকে তাদেরকে আটক করা হয়।

আটকরা হলেন- চকরিয়া ফাসিয়াখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড মাদরাসা পাড়ার নুরুল হুদার ছেলে মো. কুতুব উদ্দিন (৪২) ও একই ইউপির সিকদার পাড়ার মৃত মো. পেটানের ছেলে মো. নাজিম উদ্দিন (৪৫)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ৭ মাইল নামক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের সঙ্গে থাকাএকটি তক্ষক ও মোটরসাইকেল জব্দ করা হয়।  

লামা থানা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক (এসআাই) মো.সাজ্জাদ চৌধুরী বাদী হয়ে তাদের বিুরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

বাংলাদেশ সময়: ১২৫৩ ঘণ্টা, জুন ১৯, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।