ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

জমি নিয়ে বিরোধে চাচাতো ভাইদের মারধরে প্রাণ গেল যুবকের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১১ ঘণ্টা, জুন ২৪, ২০২৩
জমি নিয়ে বিরোধে চাচাতো ভাইদের মারধরে প্রাণ গেল যুবকের প্রতীকী ছবি

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে জমি নিয়ে বিরোধে চাচাতো ভাইদের মারধরে শাহাদত হোসেন (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন।

শনিবার (২৪ জুন) বিকেলে উপজেলার হরিরামপুর ইউনিয়নের হরিরামপুর মধ্যপাড়া গ্রাম থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত শাহাদত হোসেন ওই গ্রামের আব্দুল জলিলের ছেলে।  

পুলিশ ও স্থানীয়রা জানান, শাহাদত হোসেনের চাচা তার দাদিকে ভরণপোষণ না দেন না। সেকারণে দাদি তার বাবা আব্দুল জলিলের নামে জমি লিখে দেন। এতে চাচাসহ চাচাতো ভাইয়েরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে এ নিয়ে শনিবার (২৪ জুন) সকালে উভয়পক্ষের মধ্যে বাগবিতণ্ডা শুরু হলে প্রতিপক্ষ চাচাতো ভাই জাহিদুল, পলাশ ও জাহাঙ্গীর আলম শাহাদতকে পিটিয়ে হত্যা করে।

বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তেরর জন্য

গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, জুন ২৪, ২০২৩

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।