ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

নাঙ্গলকোটে ছোট ভাইকে গলা কেটে হত্যা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪১ ঘণ্টা, জুন ২৪, ২০২৩
নাঙ্গলকোটে ছোট ভাইকে গলা কেটে হত্যা  প্রতীকী ছবি

কুমিল্লা: কুমিল্লার নাঙ্গলকোটে ছোট ভাই দেলোয়ার হোসেনকে গলা কেটে হত্যা করেছেন বড় ভাই রমজান আলী।  
শনিবার (২৪ জুন) সকাল ১০টার দিকে উপজেলার ঢালুয়া ইউনিয়নের কিনারা গ্রামে এ ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার কিনারা গ্রামের বশির আহমেদের বড় ছেলে রমজান আলী ও ছোট ছেলে দেলোয়ার হোসেনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে পরিবারের অন্য সদস্যদের সামনেই দেলোয়ারের গলায় ছুরি চালান রমজান। এতে গুরুতর আহত হন তিনি। দেলোয়ারকে উদ্ধার করে প্রথমে স্থানীয় মন্নারা বাজার পলাশ মেডিকেল হলে প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

দেলোয়ার হোসেন উপজেলার মন্নারা বাজারে স’মিলে শ্রমিকের কাজ করতেন। তার দুটি মেয়ে সন্তান রয়েছে। এছাড়া তার স্ত্রী ফের সন্তানসম্ভবা।

নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। রমজান আলীকে আটক করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, জুন ২৪, ২০২৩

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।