ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

টাকা লেনদেনের ভিডিও ফাঁস, এসআই প্রত্যাহার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৯ ঘণ্টা, জুন ২৫, ২০২৩
টাকা লেনদেনের ভিডিও ফাঁস, এসআই প্রত্যাহার এসআই মানিক রানা ও তার টাকা নেওয়ার দৃশ্য

গাইবান্ধা: থানায় নিজ দাপ্তরিক চেয়ারে বসে টাকা লেনদেনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় গাইবান্ধা সদর থানার উপপরিদর্শক (এসআই) মানিক রানাকে প্রত্যাহার করা হয়েছে।

রোববার( ২৫ জুন) দুপুরে গাইবান্ধা সহকারী পুলিশ সুপার(বি-সার্কেল) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, টাকা লেনদেনের ঘটনায় গাইবান্ধা সদর থানার এসআই মানিক রানাকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।  

এর আগে গত ১৮ জুন জেমস রবার্ট (James Robart)  নামে একটি ফেসবুক আইডি থেকে ভিডিওটি ছাড়া হয়।

টাকা নেওয়ার ওই ভিডিওতে দেখা যায়, সদর থানার এসআই মানিক রানা দ্রুত পায়ে হেঁটে থানার এসআইদের অফিস কক্ষে প্রবেশ করছেন। পরে তার নির্ধারিত চেয়ারে বসে প্রথম দফায় টাকা হাতে নেন। আবারও দাবি করলে এদিক-ওদিক তাকিয়ে দ্বিতীয় দফায় টাকা নিয়ে তার বুক পকেটে রাখেন। এরপর যার কাছ থেকে টাকা গ্রহণ করেন তাকে হাত দিয়ে থাকতে ইশারা করে চেয়ার থেকে উঠে যান। তবে কার কাছ থেকে কি কারণে তিনি টাকা নিয়েছেন, বিষয়টি পরিষ্কার হওয়া যায়নি।

এসআই মানিক রানা তিন মাস ধরে গাইবান্ধা সদর থানায় কর্মরত ছিলেন। এর আগে জেলার পলাশবাড়ী ও সুন্দরগঞ্জ থানায়  ছিলেন তিনি।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, জুন ২৫, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।