টাঙ্গাইল: রাত পোহালেই ঈদ। শেষ মুহূর্তে বাড়ি ফিরছেন বহু মানুষ।
বুধবার (২৮ জুন) ভোর থেকে যানজট শুরু হয়। মহাসড়কের সল্লা, ধলা, টেংকরসহ বিভিন্ন এলাকায় যানজটের দৃশ্য দেখা যায়।
বগুড়াগামী ফয়সাল আহমেদ নামে এক যাত্রী বলেন, ঈদের ছুটিতে বাড়ি যাচ্ছি। জ্যামে বসে থাকার কারণে প্রচুর পানির পিপাসা পেয়েছিল। পরে আধা লিটার খোলা পানি কিনতে হয়েছে ২০ টাকায়, অথচ আধা লিটার বোতলজাত পানির দামই ১৫ টাকা। এসব দেখার কি কেউ নেই?
রাসেল মিয়া নামে অন্য একজন বলেন, ঘরমুখো মানুষরা যানজটে অসহায়। তাদের জিম্মি করে টাকা রাখা হচ্ছে।
ধলাটেংকর এলাকার শাহ আলম মিয়া নামে এক ব্যক্তি বলেন, বোতলের পানির চেয়ে টিউবওয়েলের পানি অনেক ভালো। তাই আধা লিটার ২০ টাকায় বিক্রি করা হচ্ছে।
এ বিষয়ে জানতে কালিহাতী উপজেলা নির্বাহী অফিসারের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, জুন ২৮, ২০২৩
জেডএ