ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নেত্রকোনায় বাসচাপায় অটোরিকশাচালকসহ দুইজন নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৫ ঘণ্টা, জুলাই ৪, ২০২৩
নেত্রকোনায় বাসচাপায় অটোরিকশাচালকসহ দুইজন নিহত

নেত্রকোনা: নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কের শ্যামগঞ্জ জালশুকা নামক স্থানে বাসের চাপায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চারজন।

মঙ্গলবার (৪ জুলাই)  বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।  

 প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, নেত্রকোনা থেকে একটি অটোরিকশা পাঁচজন যাত্রী নিয়ে ময়মনসিংহ যাচ্ছিল। পথে অটোরিকশাটি শ্যামগঞ্জ জালশুকা নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী একটি বাস অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। এ ঘটনায় অটোরিকশার চালকসহ ছয়জন গুরুতর আহত হয়।  

স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক চালক একরামুল (৪০) অজ্ঞাতপরিচয় এ নারীকে (৩৭) মৃত ঘোষণা করেন। বাকি যাত্রীরা চিকিৎসাধীন।

এ ব্যাপারে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন আহতদের ময়মনসিংহ মেডিকেলে নেওয়ার পথে দুইজনের মৃত্যু হয়েছে। বাস ও অটোরিকশা জব্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২২৩০ ঘণ্টা, জুলাই ০৪, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।