ঢাকা, শনিবার, ১৬ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

জাতীয়

লক্ষ্মীপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪১ ঘণ্টা, জুলাই ৫, ২০২৩
লক্ষ্মীপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু 

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগরে পানিতে ডুবে ফাতেমা নামে (১০ মাস) বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।  

বুধবার (৫ জুলাই) দুপুরে উপজেলার তোরাবগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চর পাগলা গ্রামের হাজি বাড়ীতে এ ঘটনা ঘটে।

ফাতেমা ওই বাড়ির ফারুক হোসেনের মেয়ে।  

শিশুটির আত্মীয় মোরশেদ আলম জানান, দুপুরে শিশুটির মা হাসি আক্তার পুকুরে গোসল করতে যান। এসময় মায়ের পেছনে পেছনে হামাগুড়ি দিয়ে শিশু ফাতেমাও পুকুরের দিকে যায়। তবে বিষয়টি তার মা খেয়াল করেনি। পরে শিশুটিকে দেখতে না পেয়ে খোঁজ করে বাড়ির লোকজন। কিছুক্ষণ পর ফাতেমার মাথা পুকুরে ভাসতে দেখে লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।   
কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রাজিব কুমার সাহা বলেন, শিশুটিকে নিয়ে আসার পথেই তার মৃত্যু হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, জুলাই ০৫, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।