ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বরিশালে বাসের ধাক্কায় বৃদ্ধা নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৭ ঘণ্টা, জুলাই ৯, ২০২৩
বরিশালে বাসের ধাক্কায় বৃদ্ধা নিহত

বরিশাল: বরিশালের গৌরনদী উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু হয়েছ বলে ফায়ার সার্ভিস ও পুলিশ জানিয়েছে।

রোববার (৯ জুলাই) সকাল ৯টায় বরিশাল-ঢাকা মহাসড়কের উপজেলার কাছেমাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত রোকেয়া বেগম (৬৫) কাছেমাবাদ গ্রামের আলতাফ ফকিরের স্ত্রী।

গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা বিপুল হোসেন জানান, কাছেমাবাদ গ্রামের হরিসেনা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকার বাসিন্দা বৃদ্ধা রাস্তা পার হচ্ছিলেন। এ সময় ঢাকা থেকে বরিশালগামী শ্যামলী পরিবহনের একটি বাস তাকে চাঁপা দেয়। এতে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা বলেন, মরদেহ উদ্ধার করে মহাসড়ক পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনার পর আধাঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।

মহাসড়ক থানার এসআই তমাল সরকার বলেন, ঘটনার পর ঘাতক বাসটি পালিয়েছে। নিহতের পরিবার অভিযোগ করলে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। অভিযোগ না থাকলে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়:১৩২৭ ঘণ্টা, জুলাই ৯, ২০২৩
এমএস/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।