ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কলাপাড়ায় যাত্রীবাহী বাস উল্টে একজন নিহত

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৯ ঘণ্টা, জুলাই ১০, ২০২৩
কলাপাড়ায় যাত্রীবাহী বাস উল্টে একজন নিহত

পটুয়াখালী: জেলার কলাপাড়ায় যাত্রীবাহী বাস উল্টে খাদে পরে মামুন (৩৫) নামের এক হেলপারের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে অন্তত ১৫ জন যাত্রী।

সোমবার (১০ জুলাই) দুপুর বারোটায় কুয়াকাটা-কলাপাড়া মহাসড়কের মোহাম্মপুরে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে ৫ জনকে বরিশাল সেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

নিহত মামুন দুমকী উপজেলার লেবুখালী গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আল্লাহর রহমত নামের বাসটি বেলা সাড়ে ১১টার দিকে কুয়াকাটা থেকে বরিশালের উদ্দেশে রওয়ানা দেয়। পরে মোহাম্মদপুর এলাকায় পৌঁছলে দ্রুতগতির বাসটি অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে সড়কে পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই হেলপারের মৃত্যু হয়।

কলাপাড়া থানার ওসি আলী আহম্মদ জানান, চালক পলাতক রয়েছে। মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৮৫৯ ঘণ্টা, জুলাই ১০, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।