ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে নতুন সচিব ইশরাত চৌধুরী 

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৪ ঘণ্টা, জুলাই ১৩, ২০২৩
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে নতুন সচিব ইশরাত চৌধুরী 

ঢাকা: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব খাজা মিয়াকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করার পর এই মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব ইশরাত চৌধুরীকে সচিব পদে পদোন্নতি দিয়ে বৃহস্পতিবার (১৩ জুলাই) আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

এর আগে ১১ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক আদেশে খাজা মিয়াকে ওএসডি করা হয়। সম্প্রতি তিনি নিজ এলাকায় নিজের পক্ষে নির্বাচনী প্রচারণা চালান বলে অভিযোগ পাওয়া যায়, যা সরকারি চাকরিবিধির লঙ্ঘন। ২০২৪ সালের ৪ জুলাই পর্যন্ত তার চাকরির মেয়াদ রয়েছে।  

বাংলাদেশ সময়: ২০১২ ঘণ্টা, জুলাই ১৩, ২০২৩
এমআইএইচ/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।