দেশজুড়ে অভিযান চালিয়ে এক হাজার ৫১৫ জন অপরাধীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি ৯৮২ জন।
শুক্রবার (২৯ আগস্ট) পুলিশ সদর দপ্তর থেকে এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসাইন গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশজুড়ে অভিযান চালিয়ে এক হাজার ৫১৫ জন অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি ৯৮২ জন ও অন্যান্য অপরাধে গ্রেপ্তার আরও ৫৩৩ জন। অভিযানকালে তাদের কাছ থেকে একটি রিভলবার, একটি ১২ বোর একনলা বন্দুক, একটি এলজি বন্দুক, একটি পিস্তল, একটি জি-৩ রাইফেল, একটি এমএ-১ ভেরিয়েন্ট রাইফেল, একটি এলএম-১৬ ভেরিয়েন্ট রাইফেল, একটি দেশীয় এলজি, একটি পাইপগান, নয়টি ম্যাগাজিন, সাত রাউন্ড কার্তুজ, ৫১১ রাউন্ড গুলি, তিনটি চাপাতি, দুটি চাইনিজ কুড়ালসহ অন্যান্য অপরাধ কাজে ব্যবহৃত নানা রকম জিনিসপত্র উদ্ধার করা হয়।
এমএমআই/আরবি