ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে ২ তক্ষক পাচারকারীর কারাদণ্ড 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫১ ঘণ্টা, জুলাই ১৫, ২০২৩
নারায়ণগঞ্জে ২ তক্ষক পাচারকারীর কারাদণ্ড 

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট ও ডিবির যৌথ অভিযানে দুইজন তক্ষক পাচারকারীকে ছয় মাস করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১৪ জুলাই) রাতে শহরের খানপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

এ সময় অভিযানে মূল্যবান তক্ষক পাচারকালে আবুল কাশেম ও আবুল কালাম নামে দুই ব্যাক্তিকে আটক করে পুলিশ। পরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সহায়তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। উভয়কেই ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ছয় মাস করে কারাদণ্ড দেন।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইলোরা ইয়াসমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, জুলাই ১৫, ২০২৩
এমআরপি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।