ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

নির্বাচন থেকে সরে দাড়ালেন স্বতন্ত্র মেয়র প্রার্থী ফারুক হোসেন

উপজেলা করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪১ ঘণ্টা, জুলাই ১৬, ২০২৩
নির্বাচন থেকে সরে দাড়ালেন স্বতন্ত্র মেয়র প্রার্থী ফারুক হোসেন

বেনাপোল (যশোর): বেনাপোল পৌর নির্বাচনে নৌকার প্রার্থীকে সমর্থন দিয়ে স্বতন্ত্র মেয়র প্রার্থীর পদ থেকে সরে দাঁড়ালেন যশোর জেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের আহ্বায়ক ফারুক হোসেন উজ্জ্বল।  

শনিবার (১৫ জুলাই) রাত সাড়ে ৯টার সময় বেনাপোল পৌর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে স্বতন্ত্র মেয়র প্রার্থী তার প্রার্থীতা প্রত্যাহার করে নেন।

 

এসময় তিনি লিখিত বক্তব্যে বলেন, বেনাপোল পৌর নির্বাচনে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্ত অনুযায়ী বেনাপোল পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিনকে নৌকা প্রতীক দেওয়া হয়েছে। এজন্য আমি দলের প্রতি শ্রদ্ধা রেখে নৌকা প্রতীকের পক্ষে সমর্থন দিয়ে স্বতন্ত্র মেয়র প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছি।  

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- যশোর ২ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মনিরুল ইসলাম মনির, শার্শা উপজেলা পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা সন্তান সংসদের সভাপতি মেহেদী হাসান, ঝিকরগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মূসা মাহামুদ, যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহারুল ইসলাম, বেনাপোল পৌরসভার নৌকা প্রতীকের মেয়র প্রার্থী নাসির উদ্দিনসহ স্থানীয় নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ১০৩৫ ঘণ্টা, জুলাই ১৬, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।