ঢাকা, সোমবার, ১৫ বৈশাখ ১৪৩২, ২৮ এপ্রিল ২০২৫, ২৮ শাওয়াল ১৪৪৬

জাতীয়

পুলিশের স্বাস্থ্য পরীক্ষায় থানায় মেডিকেল ক্যাম্প

স্টাফ করসেপন্ডন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫১, জুলাই ২০, ২০২৩
পুলিশের স্বাস্থ্য পরীক্ষায় থানায় মেডিকেল ক্যাম্প

সাভার (ঢাকা): পুলিশের স্বাস্থ্য পরীক্ষায় সাভারের আশুলিয়া থানায় মেডিকেল ক্যাম্প শুরু হয়েছে।  

ঢাকা জেলা পুলিশের উদ্যোগে বৃহস্পতিবার (২০ জুলাই) সকালে থানা ভবনের দ্বিতীয় তলায় ক্যাম্পের কার্যক্রম শুরু হয়।

ক্যাম্প উদ্বোধন করেন ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহিদুল ইসলাম।

এসময় তিনি বলেন, ঢাকা জেলার প্রতিটি থানায় মাসে একবার করে মেডিকেল ক্যাম্প করা হয়েছে। এই ক্যাম্প থেকে আমাদের পুলিশ সদস্যরা বিভিন্ন রোগের প্রাথমিক চিকিৎসাগুলো নিতে পারবেন। তাদের শারীরিক অবস্থা বেশি খারাপ হলে ক্যাম্পের চিকিৎসকরা প্রয়োজনমতো উন্নত চিকিৎসার পরামর্শ দেবেন।

পুলিশ সুপার জানান, ক্যাম্পটির চিকিৎসা কার্যক্রম পরিচালনা করবেন ডা. শোহানা। তিনি পুলিশের মিল বেরাক থেকে প্রতিমাসে একবার করে এসে সব থানার পুলিশ সদস্যদের স্বাস্থ্য পরীক্ষা করবেন।

মেডিকেল ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত ওসি) মোমেনুল হক, (ওসি ইন্টেলিজেন্স) মিজানুর রহমান, (ওসি অপারেশন) জামাল শিকদার, থানার উপ-পরিদর্শক (এসআই) এমদাদুল হকসহ অন্যান্য পুলিশ সদস্যরা।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, জুলাই ২০, ২০২৩
এসএফ/এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।