ঢাকা: রাজধানীর হাতিরঝিল লেকের পানি থেকে ভাসমান অবস্থায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম ঠিকানা এখনো জানা যায়নি, তবে নিহতের বয়স ২৫ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
শুক্রবার (২১ জুলাই) বেলা ১১টার দিকে সংবাদ পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধারে যায়। হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মুকুল রঞ্জন দেব এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, স্থানীয়রা খবর দিলে আমরা এসে হাতিরঝিল মধুবাগ ব্রিজ সংলগ্ন লেকের পানি থেকে নিহতের মরদেহটি উদ্ধার করেছি। তার নাম-পরিচয় জানা যায়নি।
আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে। বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, জুলাই ২১, ২০২৩
এজেডএস/এমজে