ঢাকা: রাজধানীর আরামবাগ এলাকা থেকে সরকারবিরোধী অপপ্রচারের বিপুল পরিমাণ লিফলেটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে মতিঝিল থানা পুলিশ।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে আরামবাগ পুরাতন পোস্ট অফিস গলির সামনে ১৪১/এ ভবনের নিচতলায় ‘উদয়ন প্রিন্টার্স’ নামক একটি দোকানে অভিযান চালায় মতিঝিল থানার একটি টিম।
গ্রেপ্তাররা হলেন- মো. নজরুল ইসলাম (৪২), মো. জাহাঙ্গীর বিশ্বাস (৩২) ও শিপন (২০)।
গ্রেপ্তারদের বিরুদ্ধে মতিঝিল থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা প্রক্রিয়াধীন বলেও জানান তালেবুর রহমান।
বাংলাদেশ সময়: ১০০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০২৫
এমএমআই/এসআইএস