রাজশাহী: রাজশাহীতে পদ্মা নদীতে গোসল করতে নেমে দুই শিশু নিখোঁজ হয়েছে। শুক্রবার (২১ জুলাই) দুপুরে মহানগরীর মতিহার থানার চর সাতবাড়িয়া ঘাটে এ ঘটনা ঘটে।
নিখোঁজ দুই শিশু হলো- চর সাতবাড়িয়া এলাকার সুখচানের ছেলে সিয়াম (১১) ও একই এলাকার লেবাসের ছেলে সাজিম (১২)।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, দুপুরে দুই শিশু পদ্মা নদীতে গোসল করতে যায়। এক পর্যায়ে তারা পানিতে ডুবে যায়। বর্তমানে তারা নিখোঁজ রয়েছে। খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে।
এদিকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের সিনিয়র স্টেশন অফিসার আব্দুর রউফ জানান, খবর পেয়ে সদর দপ্তরের দুটি ডুবুরি ইউনিটকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বর্তমানে পদ্মা নদীতে নিখোঁজ শিশুদের সন্ধানে উদ্ধারকাজ চলছে। তবে এখন পর্যন্ত তাদের সন্ধান পাওয়া যায়নি।
বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, জুলাই ২১, ২০২৩
এসএস/আরবি