ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরে পাটের বস্তা থেকে মানুষের দুটি অর্ধগলিত পা উদ্ধার করেছে থানা পুলিশ।
শনিবার (২২ জুলাই) বিকেলে পা দুটি উদ্ধারের পর ফরেনসিক পরীক্ষার জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ।
মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) তৌফিক আহমেদ জানান, মোহাম্মদপুরের মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটির তিন নম্বর সড়কের একটি কালভার্টের কাছে পাটের বস্তায় মানুষের মরদেহ পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ।
পরে পুলিশ ঘটনাস্থল থেকে বস্তার ভেতর থেকে দুটি অর্ধগলিত পা উদ্ধার করেন। ফরেনসিক পরীক্ষার জন্য পা দুটি সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, খুনের বিষয়টি মাথায় রেখে তদন্ত করা হচ্ছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ০০৫১ ঘণ্টা, জুলাই ২৩, ২০২৩
পিএম/এসআইএ