সিলেট: সিলেটে গৃহবধূ শিমলা রানী দেবনাথ হত্যার ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। নিহতের মা শীলা দেবী বাদী হয়ে শাহপরান (র.) থানায় মামলাটি দায়ের করেন।
শনিবার (২২ জুলাই) মামলার একমাত্র আসামি নিহতের স্বামী বিশ্বজিৎ দেব নাথকে (২৬) আদালতে হাজির করা হয়। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তার একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে শুক্রবার (২১ জুলাই) বিকেলে হত্যার ঘটনার পর রাত সাড়ে ৯টার দিকে পুলিশ বিশ্বজিৎকে আটক করে। পরে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে শনিবার তাকে আদালতে হাজির করা হয়।
শাহপরান (র.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আদালত বিশ্বজিৎ-এর একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
নিহত শিমলা রানী দেবনাথ (২২) নগরের ৩২নং ওয়ার্ডের মেজরটিলা নূরপুর এলাকার জিতেন্দ্র নাথের মেয়ে। পারিবারিক কলহের জেরে শুক্রবার বিকেলে বাবার বাড়িতেই শিমলা রাণীকে তার স্বামী বিশ্বজিৎ দেবনাথ উপর্যুপরি ছুরিকাঘাত করে হত্যার পর পালিয়ে যান। সন্ধ্যায় শিমলার মরদেহ উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার বিকেল ৩টার দিকে শিমলা রাণী নাথ ঘরে কাজ করছিলেন। ওই সময় বিশ্বজিৎ বাসায় গেলে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে স্ত্রীকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যান বিশ্বজিৎ।
তার সন্ধানে নগরের বিভিন্ন এলাকায় অভিযানে নামে পুলিশের একাধিক টিম। শুক্রবার রাত সাড়ে ৯টায় নগরীর শাহপরান এলাকার নগরের উপকণ্ঠে এক্সেলসিওর পার্কে আত্মগোপনে থাকাবস্থায় বিশ্বজিতকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
বিশ্বজিৎ সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার সাবেক পুলিশ কর্মকর্তা নৃপেন্দ্র দেবনাথের ছেলে।
নিহত শিমলার বাবা জিতেন্দ্র দেবনাথ বলেন, প্রায় ৭ মাস আগে বিশ্বজিতের সঙ্গে মেয়ের বিয়ে দেন। বিয়ের পরও বেকার ঘুরে বেড়ানো ও আড্ডা দিয়ে সময় কাটানো ছিল বিশ্বজিতের নেশা। অথচ বিয়ের পর নগরের নয়াসড়কে একটি কসমেটিক্সের দোকানে চাকরি করে সংসার চালানোর পাশাপাশি সিলেট সরকারি মহিলা কলেজে অনার্স পড়ছিলেন শিমলা।
তিনি বলেন, তার মেয়ে শিমলার সঙ্গে বেকার স্বামীর মনোমালিন্য হয়। কিছুদিন আগে শিমলা স্বামীর বাসা ছেড়ে চলে আসে। গত বৃহস্পতিবার (২০জুলাই) দুপুরে বখাটে বন্ধু-বান্ধব নিয়ে কর্মস্থলে গিয়ে শিমলাকে হুমকি-ধমকি দিয়ে আসেন বিশ্বজিৎ। এরপর রাতেই শাহপরান থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। আর এই সাধারণ ডায়েরী করাই তার মেয়ের জন্য কাল হলো।
পরে শুক্রবার বিকেলে শিমলাকে বাসায় একা পেয়ে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায় বিশ্বজিৎ।
বাংলাদেশ সময়: ১১৪৪ ঘণ্টা, জুলাই ২৩, ২০২৩
এনইউ/এমএইচএস