ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

মাতৃগর্ভে গুলিবিদ্ধ সুরাইয়ার জন্মদিন আজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৯ ঘণ্টা, জুলাই ২৩, ২০২৩
মাতৃগর্ভে গুলিবিদ্ধ সুরাইয়ার জন্মদিন আজ সুরাইয়া ও তার মা নাজমা বেগম। ছবি: বাংলানিউজ

মাগুরা: ঠিক মতো চলাফেরা করতে পারে না। হামাগুড়ি দিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় চলাচল করে।

শারীরিক সুস্থতায় জীবন অতিবাহিত না করতে পারলেও ইতোমধ্যেই ভাগ্যের লিখনের সঙ্গে মানিয়ে নিয়েছে সে।

একটি দুটি করে সাতটি বছর পার করে আট বছরে পা দিয়েছে মাতৃগর্ভে গুলিবিদ্ধ শিশু সুরাইয়া। আজ তার অষ্টম জন্মদিন। জন্মদিনে সুরাইয়ার জন্য সবার কাছে দোয়া ও আশীর্বাদ চেয়েছে তার পরিবার।

রোববার (২৩ জুলাই) সুরাইয়ার জন্মদিন উপলক্ষে সকাল থেকে বাড়িতে চলছে নানা আয়োজন। নতুন জামা পরা ও স্কুল বন্ধুদের সঙ্গে নিয়ে কেক কাটাসহ সব আয়োজনই থাকছে সুরাইয়াদের বাড়িতে।

সুরাইয়ার মা নাজমা বেগম বলেন, সুরাইয়ার জন্মদিন এলেই মনের মধ্যে একটা আনন্দ অনুভব করি। পাশাপাশি একটা চাপা কষ্টও থাকে। যখন দেখি অন্য শিশুদের মতো আমার সুরাইয়া চলাফেরা করতে পারে না, তখন চোখে পানি চলে আসে।

তিনি বলেন, বর্তমানে সুরাইয়ার ফিজিও থেরাপি চলছে। সুরাইয়া এখন আগের চেয়ে অনেকটাই সুস্থ। এখন সে নিজে নিজে দাঁড়াতে পারে। এক জায়গা থেকে অন্য জায়গায় হেঁটে যেতে পারে। তবে সেটা বেশি সময়ের জন্য না। স্থানীয় এক ফিজিও চিকিৎসকের কাছে দিনে দুই বেলা থেরাপি নিচ্ছেন সুরাইয়া। তবে আর্থিক অনটনের জন্য আমরা ঠিকমতো তার চিকিৎসা করাতে পারছি না।

আক্ষেপ করে সুরাইয়ার মা বলেন, পা ও চোখের সমস্যার কারণে সুরাইয়াকে প্রতিদিন কোলে করে স্কুলে নিয়ে যেতে হয়। অনেক ইচ্ছা ছিল সুরাইয়াকে পড়াশোনা করাব। কিন্তু আর্থিক অনটনে তা পারছি না।

সুরাইয়ার বাবা বাচ্চু ভূঁইয়া বলেন, শহরের নতুন বাজার এলাকায় আমার একটি ছোট চায়ের দোকান আছে। দোকানের আয় দিয়ে চলে আমার পাঁচ সদস্যের পরিবার। সুরাইয়া বড় হচ্ছে আমার দুশ্চিন্তা বাড়ছে। তার বাম চোখ একেবারে নষ্ট হয়ে গেছে। ডাক্তার বলেছেন, ওর ওই চোখ আর কোনো দিন ভালো হবে না। সুরাইয়া বর্তমানে মাগুরা সরকারি পুলিশ লাইনস প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণিতে পড়াশোনা করছে।

মামলার বিচারের বিষয়ে প্রশ্ন করলে দীর্ঘশ্বাস নিয়ে বলেন, দীর্ঘ দিন ধরে আদালতের বারান্দায় ঘুরছি। সাত বছর পার হয়ে গিয়েছে, এখনও বিচার হয়নি। মামলাটি দ্রুত বিচারের দাবি জানাচ্ছি।

উল্লেখ্য, ২০১৫ সালের ২৩ জুলাই মাগুরা শহরে যুবলীগের দুই গ্রুপের মধ্যে হামলা-পাল্টা হামলার সময় গুলিবিদ্ধ হন গর্ভবতী নাজমা খাতুন। এতে মাতৃগর্ভেই গুলিবিদ্ধ হয় শিশু সুরাইয়া। পরে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হলে ওইদিন রাতেই অস্ত্রোপচারের মাধ্যমে সুরাইয়ার জন্ম হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

বাংলাদেশ সময়: ১২৪৮ ঘণ্টা, জুলাই ২৩, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।