ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গাজীপুরে ইয়াবাসহ ৪ জন আটক 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৩ ঘণ্টা, জুলাই ২৪, ২০২৩
গাজীপুরে ইয়াবাসহ ৪ জন আটক 

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের পশ্চিম ভুরুলিয়া ও টঙ্গী এলাকা থেকে ১ হাজার ৪০০ ইয়াবা ট্যাবলেটসহ চারজন আটক।  

রোববার (২৩ জুলাই) রাতে গাজীপুর মেট্রোপলিটনের গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে তাদের আটক করে।

 

আটকরা হলেন- কুষ্টিয়ার দৌলতপুর থানার নজিবপুর এলাকার মৃত আলী আকবারের ছেলে আয়াতুল আমীন কনক (২৯), নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার আনন্দবাজার এলাকার তাইজুদ্দিনের ছেলে আমান (৩৯), ঢাকার খিলক্ষেত থানা এলাকার আবুল কালামের ছেলে মো. সেলিম (৩০) ও ময়মনসিংহের ফুলপুর থানার মো. সেলিমের ছেলে রূপচান মিয়া মুসা (৩৪)।  

গাজীপুর মেট্রোপলিটনের গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পরিদর্শক (এসআই) রাজীব হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পশ্চিম ভুরুলিয়া এলাকায় অভিযান চালানো হয়। একপর্যায়ে আয়াতুল আমীন কনক ও আমানকে আটক করে তাদের দেহ তল্লাশি করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৬০০ ইয়াবার ট্যাবলেট জব্দ করা হয়েছে।  

পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে টঙ্গীর পাগাড় এলাকায় অভিযান চালিয়ে সেলিম ও রূপচান মিয়া মুসাকে আটক করা হয়। এ সময় তাদের দুজনের কাছ থেকে ৮০০ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।  

বাংলাদেশ সময়: ১৫১৩ জুলাই ২৪, ২০২৩
আরএস/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।