জামালপুর: জামালপুর সদর উপজেলায় ডোবার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (২৪ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার শাহবাজপুর ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শুকরিয়া ওই ইউনিয়নের সাদ্দাম হোসেনের মেয়ে ও আতিয়া এরশাদ হোসেনের মেয়ে। তারা নুর এ মদিনা কিন্ডারগার্টেন মাদ্রাসার শিক্ষার্থী ছিল।
স্থানীয়রা জানায়, দুপুরে বাড়ির পাশে খেলছিল শুকরিয়া ও আতিয়া। এক পর্যায়ে ইটভাটার জন্য মাটি নিয়ে যাওয়া ডোবায় জমে থাকা পানিতে পড়ে ডুবে যায় তারা। পরে অনেক খোঁজাখুজির পর ডোবা থেকে ভাসমান অবস্থায় তাদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
জামালপুর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সৌমিত্র কুমার বণিক বলেন, দুপুর দেড়টার দিকে দুই শিশুকে জরুরি বিভাগে আনা হয়। তারা মৃত ছিল।
শাহবাজপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আয়ূব আলী খান এ তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, জুলাই ২৪, ২০২৩
এসএফ/আরবি