ঢাকা, শুক্রবার, ২৪ মাঘ ১৪৩১, ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭ শাবান ১৪৪৬

জাতীয়

দায়িত্ব নিলেন ফেনীর নতুন জেলা প্রশাসক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০০ ঘণ্টা, জুলাই ২৪, ২০২৩
দায়িত্ব নিলেন ফেনীর নতুন জেলা প্রশাসক

ফেনী: ফেনীর প্রথম নারী জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোছা. শাহীনা আক্তার।

সোমবার (২৪ জুলাই) বেলা ১১টার দিকে বিদায়ী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসানের হাত থেকে দায়িত্বভার বুঝে নেন ২৭তম বিসিএসের (প্রশাসন) এ কর্মকর্তা।

 

এর আগে গত ৬ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপ-সচিব মুছা. শাহীনা আক্তারকে ফেনী জেলা প্রশাসক পদে পদায়ন করা হয়। ফেনীতে দায়িত্ব পালন করা জেলা প্রশাসকদের মধ্যে তিনি হচ্ছেন ২৩তম।  

শাহীনা আক্তার কিশোরগঞ্জের নিকলী উপজেলায় ২০১৮ সালের ৮ নভেম্বর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেন। কর্মজীবনে তিনি টাঙ্গাইলের কালিহাতী উপজেলায়ও ইউএনও হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার বাড়ি ময়মনসিংহের ভালুকা উপজেলায়।  

অন্যদিকে ফেনীর বিদায়ী ডিসি আবু সেলিম মাহমুদ-উল হাসান স্থানীয় সরকার বিভাগে বদলি হয়েছেন। ২০২১ সালের ২২ জুন ফেনীর ২২তম জেলা প্রশাসক হিসেবে যোগ দিয়েছিলেন ২২তম বিসিএস ব্যাচের এ কর্মকর্তা। এর আগে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রীর একান্ত সচিব ছিলেন তিনি।  

ফেনীতে কর্মকালীন ২ বছরে নিজ কর্মদক্ষতায় সর্বমহলে প্রশংসিত হয়েছেন আবু সেলিম মাহমুদ-উল হাসান।

বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, জুলাই ২৪, ২০২৩
এসএইচডি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।