ঢাকা: রাজধানীর ডেমরা এলাকায় অভিযান চালিয়ে ১৪ হাজার ইয়াবা ট্যাবলেটের চালানসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডেমরা থানা পুলিশ।
গ্রেপ্তাররা হলেন মো. শাহবুদ্দিন ও মো. আব্দুস সালাম ওরফে খোকন।
সোমবার (২৪ জুলাই) দিনগত রাতে ডেমরার কোনাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
ডেমরা জোনের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. মাসুদুর রহমান মনির জানান, কয়েকজন ব্যক্তি ডেমরা থানার কোনাপাড়া এলাকায় ইয়াবার একটি বড় চালান নিয়ে বিক্রির জন্য অবস্থান করছে- এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় বিপুল পরিমাণ ইয়াবার চালানসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে ঢাকার বিভিন্ন স্থানে বিক্রি করতেন। তাদের বিরুদ্ধে ডেমরা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্টা, জুলাই ২৫, ২০২৩
পিএম/এসআইএ