ঢাকা: রাজধানীর পল্লবী থানা পুলিশের বিরুদ্ধে ঘুষ দাবি ও মারধরের অভিযোগ উঠেছে। মাদক জব্দ করতে গিয়ে এক নারীর কাছ থেকে পাঁচ লাখ টাকা চেয়েছেন থানার কর্মকর্তারা।
পরিবারের সদস্যদের অভিযোগ, মাকে পুলিশের হাত থেকে ছাড়িয়ে নিতে না পেরে এবং পুলিশি নির্যাতনের প্রতিবাদে তার কিশোরী মেয়ে ঘটনার সময়ই আত্মহত্যা করে। এ ঘটনায় এলাকাবাসী জড়ো হয়ে পুলিশ সদস্যদের আটকে রেখে গভীর রাত পর্যন্ত বিক্ষোভ করে। পরে থানা থেকে অর্ধশতাধিক পুলিশ সদস্য এসে তাদের ওপর লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়।
সোমবার (২৪ জুলাই) রাতে রাজধানীর পল্লবী থানার আদর্শ নগর এলাকায় এ ঘটনা ঘটে। পরে রাত ২টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়।
পুলিশ জানায়, আদর্শ নগরের ২১ নম্বরের এক বাসায় মাদক জব্দ করতে যায় পল্লবী থানা পুলিশ। চোরাকারবারের অভিযোগে অভিযান চালিয়ে মাদকসহ লাভলী নামে এক নারীকে আটক করা হয়। এতে বাধা দেয় ওই নারীর কিশোরী মেয়ে বৈশাখী। পুলিশের হাত থেকে মাকে ছাড়িয়ে নিতে না পেরে একপর্যায়ে বাসার ভেতর ওই কিশোরী আত্মহত্যা করে।
বৈশাখীর মামা মো. সুজন বাংলানিউজকে বলেন, আমার বোনের বিরুদ্ধে গাঁজা ব্যবসার অভিযোগ করে পুলিশ। থানায় তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। সেই অভিযোগে পল্লবী থানার পাঁচজন পুলিশ ও তিন-চারজন সোর্স পাঁচ লাখ টাকা দাবি করে। টাকা না দেওয়ায় লাভলীকে পুলিশ মারধর করে। এ সময় আমার ভাগ্নি তার মাকে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নিতে আত্মহত্যার হুমকি দেয়।
তিনি বলেন, পুলিশ পাশের রুমে আমার ভাগ্নিকে আটকে রাখলে ওই রুমে সে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। এ ঘটনার পর এলাকাবাসী ওই পাঁচ পুলিশকে দুই থেকে তিন ঘণ্টা আটকে রেখে থানায় খবর দেন। পরে থানা থেকে ৫০/৬০ জন পুলিশ এসে এলাকার লোকজনকে মারধর করে অভিযানে আসা পাঁচ পুলিশকে ছাড়িয়ে নিয়ে যায়।
মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) জসীম উদ্দিন মোল্লা জানান, পল্লবী থানার একটি টিম মাদক উদ্ধারে ঘটনাস্থলে যায়। এ সময় লাভলী নামের এক নারীর কাছ থেকে ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়। তাকে নিয়ে বাসা থেকে নেমে আসতে চায় পুলিশ। তখন ওই নারীর মেয়ে আত্মহত্যার হুমকি দিয়ে পুলিশকে বাধা দেয়।
তিনি বলেন, একপর্যায়ে মেয়েটি আত্মহত্যা করে। পরে এলাকাবাসী ওই মেয়েটিকে উদ্ধার করে হাসপাতালে নেয়। সেই ভিডিও ফুটেজ স্থানীয়দের কাছে আছে। এছাড়া লাভলীর কাছ থেকে মাদক উদ্ধারের যে অভিযান সেই ফুটেজও আছে।
তিনি আরও বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে ঘটনার বিস্তারিত তদন্ত করা হবে। নিহতের বাবা তার মেয়ের আত্মহত্যার বিষয়ে একটি ইউডি মামলা করবেন। এছাড়াও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হবে।
বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, জুলাই ২৫, ২০২৩
এমএমআই/এসআইএ/এমজে