ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

রাবার ড্যামে গোসলে নেমে দুই তরুণের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৫ ঘণ্টা, জুলাই ২৫, ২০২৩
রাবার ড্যামে গোসলে নেমে দুই তরুণের মৃত্যু সংগৃহীত ছবি

লালমনিরহাট: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় রাবার ড্যামে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই তরুণের মৃত্যু।

মঙ্গলবার (২৫ জুলাই) দুপুরে পাটগ্রাম পৌরসভার ব্যাঙকান্দা এলাকার রাবার ড্যামে এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলো- পাটগ্রাম পৌরসভার রসুলগঞ্জ জুম্মাপাড়া এলাকার রাফসান (১৪) ও মিশকাত (১৪)।

পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবির জানান, পৌরসভার ব্যাঙকান্দা এলাকায় রাবার ড্যামে গোসল করতে যায় রাফসান ও মিশকাত। এ সময় হঠাৎ স্রোতে ডুবে যায় তারা।  

বিষয়টি বুঝতে পেয়ে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।  

তিনি আরও বরেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তারা ফিরলে আরও তথ্য জানা যাবে।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, জুলাই ২৫, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।