ঢাকা, শনিবার, ২৪ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

বাংলাদেশ পুলিশ কুস্তি-বক্সিং-ভারোত্তোলন টুর্নামেন্টের উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১০ ঘণ্টা, জুলাই ২৫, ২০২৩
বাংলাদেশ পুলিশ কুস্তি-বক্সিং-ভারোত্তোলন টুর্নামেন্টের উদ্বোধন

ঢাকা: উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ পুলিশ কুস্তি, বক্সিং, শরীর গঠন, ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপ (পুরুষ ও নারী) ২০২২ শুরু হয়েছে।

মঙ্গলবার (২৫ জুলাই) রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন ডিএমপি কমিশনার ও বাংলাদেশ পুলিশ কুস্তি, বক্সিং, শরীর গঠন, ভারোত্তোলন ক্লাবের সভাপতি খন্দকার গোলাম ফারুক।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএমপির ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগের উপ-পুলিশ কমিশনার ও বাংলাদেশ পুলিশ কুস্তি, বক্সিং, শরীর গঠন, ভারোত্তোলন ক্লাবের সাধারণ সম্পাদক এম ফয়জুর রহমান।

উদ্বোধনী বক্তব্যে প্রতিযোগিতার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, বাংলাদেশ পুলিশের বিভিন্ন পর্যায়ের খেলোয়াড়রা জাতীয়ভাবে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতায় সফলতার সাক্ষর রাখছেন। সর্বশেষ বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে শক্তিশালী দলগুলোকে পেছনে ফেলে তৃতীয় স্থান অর্জন করেছে বাংলাদেশ পুলিশ ফুটবল ক্লাব। এটা বাংলাদেশ পুলিশের অন্যতম সেরা সাফল্য।

বাংলাদেশ পুলিশের খেলোয়াড়রা শুধু জাতীয় পর্যায়ে নয়, আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য বয়ে আনবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

টুর্নামেন্টে চারটি ইভেন্টে বাংলাদেশ পুলিশের ১৭টি ইউনিট (ডিএমপি, এপিবিএন, সিএমপি, ঢাকা রেঞ্জ, রাজশাহী রেঞ্জ, চট্টগ্রাম রেঞ্জ, ময়মনসিংহ রেঞ্জ, রংপুর রেঞ্জ, সিলেট রেঞ্জ, আরএমপি, শিল্প পুলিশ, এসবি, বরিশাল মেট্রোপলিটন পুলিশ, টেলিকম, খুলনা রেঞ্জ, বাংলাদেশ পুলিশ একাডেমি ও বরিশাল রেঞ্জ) অংশগ্রহণ করবে। প্রতিযোগিতায় ১২৯ জন খেলোয়াড় ৩১টি ওজন শ্রেণিতে অংশগ্রহণ করবেন।

উদ্বোধনী খেলায় বক্সিংয়ে (পুরুষ, ৭১ কেজি) ডিএমপি সদস্য হাবিবুর রাজশাহী রেঞ্জের তুষারকে পরাজিত করেন। বক্সিংয়ে (নারী, ৫২ কেজি) ডিএমপি সদস্য তানিয়া রাজশাহী রেঞ্জের বৃষ্টিকে পরাজিত করেন।

এ সময় অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ড. খ. মহিদ উদ্দিন, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট) মহা. আশরাফুজ্জামান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান, অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. আসাদুজ্জামান, যুগ্ম পুলিশ কমিশনার, উপ-পুলিশ কমিশনার ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭০৮ ঘণ্টা, জুলাই ২৫, ২০২৩
পিএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।