ঢাকা: ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কাউলিবেড়া ইউনিয়নে নির্মাণাধীন সেতু ধসে পড়া ও ঠিকাদারের বিরুদ্ধে কাজে অবহেলার অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান পরিচালনা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (২৫ জুলাই) দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়, ফরিদপুর থেকে একটি এনফোর্সমেন্ট টিম এ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে এনফোর্সমেন্ট টিম এলজিইডি, ভাঙ্গা উপজেলা প্রকৌশলীর কাছ থেকে অভিযোগে উল্লিখিত কাউলিবেড়া ইউনিয়নের বৈঠাখালী খালের ওপর নির্মাণাধীন ব্রিজের বিষয়ে তথ্য সংগ্রহ করে। পরে টিম অভিযোগ সংশ্লিষ্ট ব্রিজটি সরেজমিনে পরিদর্শন করে উপজেলা প্রকৌশলী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয়দের বক্তব্য শুনে অভিযোগের সত্যতা পায়। পরিদর্শনকালে দেখা যায়, ব্রিজটির গার্ডার ও কলাম নির্মাণ করা হলেও স্ল্যাব বসানো হয়নি ও অ্যাপ্রোচ রোড নির্মাণ করা হয়নি।
স্থানীয়রা জানান, পাটাতনের নিচে বাঁশের খুঁটি দ্বারা সেন্টারিংয়ের কাজ ভালোভাবে করা হয়নি বলে হঠাৎ পানির চাপে বাঁশের সেন্টারিং ভেঙে পড়ে যায়।
উপজেলা প্রকৌশলী জানান, কাজটি এখনও চলমান আছে এবং চুক্তিপত্রে ২০২৩ সালের ২৯ জুনের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও যথা সময়ে সম্পন্ন হয়নি বলে নতুন করে সময় বাড়ানো হবে।
অভিযান পরিচালনাকালে ঠিকাদারি প্রতিষ্ঠান ইমতিয়াজ আসিফ কনস্ট্রাকশনের কেউ উপস্থিত ছিলেন না। এনফোর্সমেন্ট টিম ব্রিজটির কাজ যথাযথভাবে শেষ করার জন্য সংশ্লিষ্টদের পরামর্শ দেয়। পরে রেকর্ডপত্র পর্যালোচনা করে কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে বলেও জানা গেছে।
বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, জুলাই ২৫, ২০২৩
এসএমএকে/আরবি