ঢাকা, শনিবার, ২৪ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে ব্রিজ নির্মাণে অনিয়মের অভিযোগে দুদকের অভিযান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৭ ঘণ্টা, জুলাই ২৫, ২০২৩
ফরিদপুরে ব্রিজ নির্মাণে অনিয়মের অভিযোগে দুদকের অভিযান

ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ঠিকাদারের বিরুদ্ধে নির্মাণাধীন ব্রিজ ধসে পড়া ও কাজে অবহেলার অভিযোগ পায় দুর্নীতি দমন কমিশন (দুদক)। পরে অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদক সেখানে অভিযান পরিচালনা করেছে।

মঙ্গলবার (২৫ জুলাই) দুপুরে জেলার ভাঙ্গা উপজেলার কাউলিবেড়া ইউনিয়নের বৈঠাখালী খালের ওপর নির্মাণাধীন ব্রিজের অনিয়মের অভিযোগে এ অভিযান চালায় দুদক।  

ফরিদপুরের দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সাজিদ উর রহমানের নেতৃত্বে দুদকের একটি টিম এ এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করে।

অভিযানকালে দুদকের টিম এলজিইডি ও ভাঙ্গা উপজেলা প্রকৌশলীর কাছ থেকে অভিযোগে উল্লিখিত বৈঠাখালী খালের ওপর নির্মাণাধীন ব্রিজের বিষয়ে তথ্য সংগ্রহ করে। পরে অভিযোগ সংশ্লিষ্ট ব্রিজটি সরেজমিনে পরিদর্শন করে উপজেলা প্রকৌশলী, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও স্থানীয়দের সঙ্গে কথা বলে অভিযোগের সত্যতা পায় দুদক।  

পরিদর্শনকালে দেখতে পায় ব্রিজটির গর্ডার ও কলাম নির্মাণ করা হলেও স্ল্যাব বসানো হয়নি ও অ্যাপ্রোচ রোড নির্মাণ করা হয়নি।  

এসময় স্থানীয়রা দুদককে জানায়, পাটাতনের নিচে বাঁশের খুঁটি দ্বারা সেন্টারিং-এর কাজ ভালোভাবে করা হয়নি বলে হঠাৎ পানির চাপে বাঁশের সেন্টারিং ভেঙে পড়ে যায়।  

উপজেলা প্রকৌশলী জানান, কাজটি এখনো চলমান আছে এবং চুক্তিপত্রে ২৯/০৬/২০২৩ এর মধ্যে কাজ সম্পন্ন হওয়ার কথা থাকলেও যথা সময়ে কাজ সম্পন্ন হয়নি বলে নতুন করে সময় বৃদ্ধি করা হবে।

অভিযান পরিচালনাকালে ঠিকাদারি প্রতিষ্ঠান ইমতিয়াজ আসিফ কনস্ট্রাকশনের কেউ উপস্থিত থাকতে অপারগতা প্রকাশ করেন। এনফোর্সমেন্ট টিম ব্রিজটির কাজ যথাযথভাবে শেষ করার জন্য সংশ্লিষ্টদের পরামর্শ দেন। পরে রেকর্ডপত্র পর্যালোচনা করে কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করা হবে বলে জানান ফরিদপুরের দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক রেজাউল করিম।

বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, জুলাই ১৮৩২ ঘণ্টা, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।