ঢাকা, শনিবার, ২৪ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

খাগড়াছড়িতে দুটি গুলিবিদ্ধ মরদেহ পাওয়া গেল

স্টাফ করসেপন্ডন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০১ ঘণ্টা, জুলাই ২৬, ২০২৩
খাগড়াছড়িতে দুটি গুলিবিদ্ধ মরদেহ পাওয়া গেল

খাগড়াছড়ি: খাগড়াছড়িতে দুই ব্যক্তির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা দুইজনই আঞ্চলিক রাজনৈতিক দলের সাবেক সদস্য বলে জানা গেছে।

বুধবার (২৬ জুলাই) সকালে জেলার মাটিরাঙ্গার জার্মপ্লাজম এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।

নিহতরা হলেন- ইউপিডিএফের (গণতান্ত্রিক) বহিষ্কৃত নেতা আলোপম চাকমা (৪৭) ও প্রীতিময় চাকমা (৪৬)। তারা খাগড়াছড়ি সদরের মধুপুর এলাকার বাসিন্দা ছিলেন।

জানা গেছে, সকাল ৭টার দিকে স্থানীয় জুমিয়া নারীরা জুমে কাজ করতে যাওয়ার পথে মরদেহগুলো পড়ে থাকতে দেখে। তারা স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য শান্তিময় ত্রিপুরাকে জানান। পরে ঘটনাস্থলে এসে পুলিশ মরদেহগুলোর সুরতহাল করে মাটিরাঙ্গা থানায় নিয়ে যান।

তবে কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা পুলিশ এখনও নিশ্চিত করতে পারেনি।

মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া জানান, মরদেহগুলো ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠানো হবে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ০৮৫৭ ঘণ্টা, জুলাই ২৬, ২০২৩
এডি/এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।