ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

সাংবাদিক নাদিম হত্যার ঘটনায় একচুলও ছাড় নয়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৯ ঘণ্টা, জুলাই ৩০, ২০২৩
সাংবাদিক নাদিম হত্যার ঘটনায় একচুলও ছাড় নয়

সাভার (ঢাকা): বাংলানিউজের সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যার ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের কাউকে একচুল পরিমাণও ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন জামালপুরের নতুন পুলিশ সুপার মো. কামরুজ্জামান।  

শনিবার (২৯ জুলাই) বিকেলে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে মতবিনিময় সভায় এ কথা জানান তিনি।

পুলিশ সুপার বলেন, একজন সাংবাদিক ভাইকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। কিছু নির্দিষ্ট লোকজন দ্বারা টার্গেট হয়ে মারা যাওয়া, এসব কিছুকে আমি নিন্দা জানাই। এ ঘটনার রহস্য উদঘাটন হয়েছে, মামলা হয়েছে ও পাঁচ আসামি গ্রেপ্তারও হয়েছে। এছাড়া বাকি আসামিদের খোঁজে তদন্ত চলমান রয়েছে। কেউ একচুল পরিমাণও এখানে ছাড় পাবে না।

এ সময় জামালপুরের বিট পুলিশিং ও জিডির বিষয়ে আলোচনা করেন কামরুজ্জামান।  

বাংলাদেশ সময়: ১১৩৭ ঘণ্টা, জুলাই ৩০, ২০২৩
এসএফ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।