ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

আমিনবাজারে ককটেল বিস্ফোরণে ৪৩ জনের নামে মামলা

স্টাফ করসেপন্ডন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৬ ঘণ্টা, জুলাই ৩০, ২০২৩
আমিনবাজারে ককটেল বিস্ফোরণে ৪৩ জনের নামে মামলা

সাভার (ঢাকা): সাভারের আমিনবাজারে ককটেল বিস্ফোরণ ও উদ্ধারের ঘটনায় ৪৩ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। সাভার মডেল থানায় মামলাটি দায়ের করা হয়।

মামলার আসামিরা সবাই বিএনপির নেতাকর্মী বলে জানা গেছে।

রোববার (৩০ জুলাই) সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক চন্দ্র সাহা বিষয়টি জানিয়েছেন।

এর আগে, শনিবার (২৯ জুলাই) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজারে মেসার্স শাহ আলম ফিলিং স্টেশনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে রাতে সাভার মডেল থানায় মামলাটি দায়ের করা হয়।  

ওসি দীপক চন্দ্র সাহা বলেন, ককটেল বিস্ফোরণ ও উদ্ধারের ঘটনায় ঢাকা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি কফিল উদ্দিনকে প্রধান আসামি করে মামলা হয়েছে। মামলায় বিএনপির সাবেক সংসদ সদস্য ডা. সালাউদ্দিন বাবু, বিএনপি নেতা খোরশেদ আলমসহ ৪৩ জনকে আসামি করা হয়েছে।

আমিনবাজার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক হারুন অর রশিদ বাদী হয়ে মামলাটি করেছেন।

বাংলাদেশ সময়: ১৩৩৪ ঘণ্টা, জুলাই ৩০, ২০২৩
এসএফ/এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।