সাভার (ঢাকা): সাভারের আমিনবাজারে ককটেল বিস্ফোরণ ও উদ্ধারের ঘটনায় ৪৩ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। সাভার মডেল থানায় মামলাটি দায়ের করা হয়।
রোববার (৩০ জুলাই) সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক চন্দ্র সাহা বিষয়টি জানিয়েছেন।
এর আগে, শনিবার (২৯ জুলাই) দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের আমিনবাজারে মেসার্স শাহ আলম ফিলিং স্টেশনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। পরে রাতে সাভার মডেল থানায় মামলাটি দায়ের করা হয়।
ওসি দীপক চন্দ্র সাহা বলেন, ককটেল বিস্ফোরণ ও উদ্ধারের ঘটনায় ঢাকা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি কফিল উদ্দিনকে প্রধান আসামি করে মামলা হয়েছে। মামলায় বিএনপির সাবেক সংসদ সদস্য ডা. সালাউদ্দিন বাবু, বিএনপি নেতা খোরশেদ আলমসহ ৪৩ জনকে আসামি করা হয়েছে।
আমিনবাজার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক হারুন অর রশিদ বাদী হয়ে মামলাটি করেছেন।
বাংলাদেশ সময়: ১৩৩৪ ঘণ্টা, জুলাই ৩০, ২০২৩
এসএফ/এমএইচএস