ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

জমি দখল নিয়ে বিরোধে নারীসহ আহত ৪

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৬ ঘণ্টা, জুলাই ৩০, ২০২৩
জমি দখল নিয়ে বিরোধে নারীসহ আহত ৪

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারে জমি জবরদখল করতে গিয়ে হামলা করে চারজনকে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করা হয়েছে।

রোববার (৩০ জুলাই) এ ঘটনায় আড়াইহাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

শনিবার (২৯ জুলাই) বিকেলে উপজেলার বিশনন্দী ইউনিয়নের গাজীপুরা পাঠানবাড়ী এলাকায় এই ঘটনা ঘটে।

আহতরা হলেন- আলমগীর পাঠান (২৮), তার চাচা সেকান্দর পাঠান (৩০), নজু পাঠান (৩০) ও স্ত্রী শারমিন আক্তার (২২)।  

অভিযোগের বাদী ওই গ্রামের হাসিম পাঠানের ছেলে আলমগীর পাঠান জানান, তাদের বসতবাড়ীর একাংশ জোরপূর্বক জবরদখল করতে যায় একই গ্রামের প্রভাবশালী হকসাব পাঠান ও তার পরিবারের লোকজন। এসময় আলমগীর পাঠান ও তার পরিবারের লোকজন বাধা দিলে তাদের ওপর ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে হকসাব পাঠান গং। এসময় চারজন আহত হন। ঘরে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নেওয়া হয়। আহত অবস্থায় আলমগীর পাঠান ও সেকান্দর পাঠানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম তৈয়ব জানান, এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, জুলাই ৩০, ২০২৩
এমআরপি/এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।