ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

বৈঠকে বিএনপির নারাজি, হতাশ ইএমএফ’র বিদেশি পর্যবেক্ষকরা

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৩ ঘণ্টা, জুলাই ৩০, ২০২৩
বৈঠকে বিএনপির নারাজি, হতাশ ইএমএফ’র বিদেশি পর্যবেক্ষকরা

ঢাকা: ইলেকশন মনিটরিং ফোরামের (ইএমএফ) আমন্ত্রণে সফররত বিদেশি পর্যবেক্ষক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসতে রাজি হয়নি বিএনপি। সে কারণে হতাশা প্রকাশ করেছেন প্রতিনিধি দলের সদস্যরা।

রোববার (৩০ জুলাই)  ইএমএফ’র আমন্ত্রণে সফররত বিদেশি পর্যবেক্ষক প্রতিনিধি দলের সদস্যরা পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে বৈঠক করতে আসেন। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন প্রতিনিধি দলের সদস্য যুক্তরাষ্ট্রের পর্যবেক্ষক টেরি এল ইসলে।

তিনি বলেন, আমরা নির্বাচন পূর্ব পরিস্থিতি পর্যবেক্ষণ করতে এসেছি। বিভিন্ন পক্ষের সঙ্গে আমরা বৈঠক করছি। বিএনপির সঙ্গেও আমরা বৈঠকে বসতে চেয়েছিলাম। নির্বাচন নিয়ে তাদের উদ্বেগ শুনতে চেয়েছিলাম। কিন্তু তারা আমাদের সঙ্গে বৈঠকে বসতে রাজি হয়নি। এ কারণে  আমরা হতাশ। আমরা উভয়পক্ষের সঙ্গেই বৈঠকে বসতে চেয়েছিলাম, তাহলে বিষয়টি আরও পরিষ্কার হতো।

পরে আয়ারল্যান্ডের সিনিয়র সাংবাদিক নিক পল বলেন, আমরা নির্বাচন কমিশন, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছি। নির্বাচন প্রক্রিয়া নিয়ে আলাপ হয়েছে। বাংলাদেশের সংবিধানে তত্ত্বাবধায়ক পদ্ধতি নেই। তাই সংবিধানের কাঠামোর মধ্যেই অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে চায় নির্বাচন কমিশন।

উল্লেখ্য, গত ইলেকশন মনিটরিং ফোরামের আমন্ত্রণে নির্বাচন পূর্ব পরিস্থিতি পর্যবেক্ষণে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল গত ২৮ জুলাই থেকে ঢাকা সফর করছে।

বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, জুলাই ৩০, ২০২৩
টিআর/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।