মৌলভীবাজার: জেলার সদর উপজেলায় জালাল মিয়া নামে চার বছরের সাজা পরোয়ানাভুক্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ।
রোববার (৩০ জুলাই) সকালে আসামি জালাল মিয়াকে মৌলভীবাজার আদালতে পাঠানো হয়েছে।
এরআগে, শনিবার (২৯ জুলাই) সদর মডেল থানার এসআই রতন কুমার হালদার, এএসআই মাহবুবুল আলম সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় মৌলভীবাজার সদর থানার নারায়নপাশা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।
গ্রেফতার আসামি জালাল মিয়া পেনাল কোডের ৩৩৩ ধারায় চার বছর কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৩০৭ ধারায় চার বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি।
পুলিশ জানায়, আসামি জালাল মিয়া ২০১৮ সালের ১৮ মার্চ মৌলভীবাজার সদর থানায় কর্মরত (বর্তমানে চট্টগ্রামে কর্মরত) এএসআই বিকাশ চন্দ্র দাসকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছিলেন।
বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, জুলাই ৩০, ২০২৩
বিবিবি/এসআইএ