ঢাকা: রাজধানীর শান্তিনগরে মো. মানিক (৪৫) নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন। তিনি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন।
রোববার (৩০ জুলাই) বিকেলের দিকে গুলিবিদ্ধ অবস্থায় মানিককে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে তিনি হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।
গুলিবিদ্ধ মানিককে হাসপাতালে নিয়ে আসা এক ব্যক্তি জানান, শান্তিনগরের ট্রাফিক অফিসের গলিতে তিনি গুলিবিদ্ধ হয়েছেন।
এদিকে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান ও পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন মিয়া জানান, ওই ব্যক্তির বুলেট ইনজুরির খবর তারা হাসপাতাল থেকে পেয়েছেন। তারা বিষয়টি নিয়ে ঘটনাস্থলে কাজ করছেন বলেও জানান তারা।
ঢামেক হাসপাতালে রাজন নামে এক যুবক জানান, আহত ওই ব্যক্তি সাবেক পরিবহন নেতা ইসমাইল হোসেন বাচ্চুর দেহরক্ষী। খবর পেয়ে বাচ্চু হাসপাতালে এসেছেন।
ইসমাইল হোসেন বাচ্চু সাংবাদিকদের জানান, গুলিবিদ্ধ মানিক তার দেহরক্ষী নয়। তবে মানিক তার পরিচিত। তিনিও পরিবহন নেতা ছিলেন। যতটুকু জানা গেছে কর্ণফুলী গার্ডেনের পাশের ট্রাফিক অফিসের গলিতে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এ সময় মানিক গুলিবিদ্ধ হন। তিনি ওই পথ দিয়ে মালিবাগের দিকে যাচ্ছিলেন।
মানিকের বাড়ি নোয়াখালীর সেনবাগ এলাকায় হলেও তিনি বর্তমানে রাজধানীতেই থাকেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, মানিক নামে ওই ব্যক্তির বুকে গুলি লেগেছে। বর্তমানে তিনি জরুরি বিভাগে চিকিৎসাধীন।
বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, জুলাই ৩০, ২০২৩
এজেডএস/আরআইএস