ঢাকা: সাউথ এশিয়ান ল’ ইয়ার্স ফোরাম (সাল্ফ) সুপ্রিম কোর্ট বার চ্যাপ্টারের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (৩০ জুলাই) বিকেলে বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অডিটোরিয়ামে এটি অনুষ্ঠিত হয়।
সাল্ফ সুপ্রিম কোর্ট বার চ্যাপ্টারের সভাপতি অ্যাডভোকেট মো. শাহ আলম ইকবালের সভাপতিত্বে অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী।
অনুষ্ঠান উদ্বোধন করেন সাউথ এশিয়ান ল’ ইয়ার্স ফোরাম (সাল্ফ) ন্যাশনাল ও ইন্টারন্যাশনাল চ্যাপ্টারের প্রেসিডেন্ট অ্যাডভোকেট শেখ সালাহউদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. রেজাউল হাসান, বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার, বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি মমতাজ উদ্দিন ফকির, বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দূন নূর দুলাল, সাউথ এশিয়ান ল’ ইয়ার্স ফোরামের উপদেষ্টা শাহ মঞ্জুরুল হক, ড. বশির আহমেদ, ড. মোমতাজ উদ্দিন আহমেদ মেহেদী, শেখ সিরাজুল ইসলাম, সাউথ এশিয়ান ল’ ইয়ার্স ফোরামের ইন্টারন্যাশনাল চ্যাপ্টারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট গিয়াস উদ্দিন আহমেদ, বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি জেসমিন সুলতানা ও সাউথ এশিয়ান ল’ ইয়ার্স ফোরাম (সাল্ফ) ন্যাশনাল চ্যাপ্টারের সাধারণ সম্পাদক এবং ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ সাইফুজ্জামান (জামান)।
আরও বক্তব্য দেন সাল্ফ ন্যাশনাল চ্যাপ্টারের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ড. মো. জগলুল কবির ও অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান আসাদ, সাল্ফ ইন্টারশন্যাশনাল চ্যাপ্টারের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এএজি অ্যাডভোকেট মো. মুজিবুর রহমান, সাল্ফ ন্যাশনাল চ্যাপ্টারের সাংগঠনিক সম্পাদক শাহ মোহাম্মদ নেয়ামত উল্লাহ ও অফিস সেক্রেটারি অ্যাডভোকেট মো. আলী হাসান প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সাউথ এশিয়ান ল’ ইয়ার্স ফোরাম সুপ্রিম কোর্ট বার চ্যাপ্টারের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ সিরাজুল হক স্বপন।
সাল্ফ ন্যাশনাল ও ইন্টারন্যাশনাল চ্যাপ্টারের প্রেসিডেন্ট অ্যাডভোকেট শেখ সালাহউদ্দিন আহমেদ বলেন, সাল্ফ কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের পক্ষপাত ছাড়াই স্বাধীনভাবে কাজ করছে। সংগঠনটি দলমত নির্বিশেষে সকল আইনজীবীদের সদিচ্ছা এবং স্বেচ্ছাসেবী ভিত্তিতে কার্যক্রমের উপর নির্ভর করে। সাল্ফ মানবাধিকার লঙ্ঘন প্রতিরোধে অত্যন্ত নিবেদিত এবং প্রতিশ্রুতিবদ্ধ। সংগঠনটি সকলের সমান অধিকার ও ন্যায়বিচার নিশ্চিত করতে কাজ করছে।
বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, জুলাই ৩০, ২০২৩
এমএমআই/এমজে