মেহেরপুর: মেহেরপুরের গাংনীতে ৭ কেজি গাঁজাসহ রাজিব ইসলাম (২৫) নামে এক কারবারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১২ এর সদস্যরা।
রোববার (৩০ জুলাই) দুপুরের দিকে গাংনী-সাহারবাটি চারচারা বাজারগামী পাকা রাস্তার কাটাখালীর মোড় থেকে তাকে আটক করা হয়।
আটক রাজিব কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার অঞ্জনগাছী গ্রামের নজরুল ইসলামের ছেলে।
গাংনী র্যাব-১২ কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. গোলাম ফারুক জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক কারবারি রাজিবকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৭ কেজি গাঁজা, ব্যাটারিচালিত একটি ইজিবাইক ও একটি মোবাইলফোন জব্দ করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক রাজিব জানান, দীর্ঘদিন ধরে আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে কুষ্টিয়া জেলার মিরপুর থানা এলাকা থেকে মেহেরপুর জেলার গাংনী থানায় এসে মাদকদ্রব্য গাঁজা কিনতেন। পরে তা মেহেরপুর ও কুষ্টিয়ার বিভিন্ন এলাকায় মাদক বিক্রেতা ও সেবীদের কাছে বিক্রয় করতেন।
বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, জুলাই ৩০, ২০২৩
এসআরএস