ঢাকা, শনিবার, ২৫ মাঘ ১৪৩১, ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৮ শাবান ১৪৪৬

জাতীয়

মাদকাসক্তদের চিকিৎসা-পুনর্বাসনে বারাকার ১ম পুরস্কার অর্জন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৫ ঘণ্টা, জুলাই ৩০, ২০২৩
মাদকাসক্তদের চিকিৎসা-পুনর্বাসনে বারাকার ১ম পুরস্কার অর্জন

ঢাকা: দেশে মাদকাসক্ত ব্যক্তিদের চিকিৎসা ও পুনর্বাসনে দৃষ্টান্তমূলক কার্যক্রম পরিচালনার স্বীকৃতস্বরূপ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বাংলাদেশ মাদকাসক্ত চিকিৎসা সহায়তা ও পুনর্বাসন কেন্দ্র (বারাকা) ৩০-৬০ বেড ক্যাটাগরিতে সেরা প্রতিষ্ঠান হিসেবে ১ম পুরস্কার অর্জন করেছে।

রোববার (৩০ জুলাই) মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে ঢাকায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল হলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের কাছ থেকে পুরস্কার ও ক্রেস্ট গ্রহণ করেন বারাকার পরিচালক ব্রাদার নির্মল ফ্রান্সিস গমেজ।

এবার সারা দেশে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের লাইসেন্স প্রাপ্ত ৩৬৪টি মাদক নিরাময় কেন্দ্রের মধ্যে বারাকা ১ম স্থান অর্জন করে।

২০২২ সালেও বারাকা দেশে মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসনে সেরা প্রতিষ্ঠান হিসেবে ২য় স্থান, ২০১৬ সালে ৩য় স্থান এবং ২০১২ সালে ২য় স্থান অর্জন করে।

বাংলাদেশ সরকার মাদকাসক্ত ব্যক্তিদের চিকিৎসা কার্যক্রম উন্নত করার লক্ষ্যে বেসরকারি মাদকাসক্ত নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রগুলোর সক্ষমতা বাড়ানোর উদ্দেশ্যে সরকারি আর্থিক অনুদান দেয়। বারাকা ২০১৯-২০২০ অর্থবছরে দুই লাখ টাকা, ২০২০-২০২১ অর্থবছরে এক লাখ ৭০ হাজার টাকা, ২০২১-২০২২ অর্থবছরে সাত লাখ টাকা এবং ২০২২-২০২৩ অর্থবছরে পাঁচ লাখ টাকা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাধ্যমে সরকার থেকে অনুদান গ্রহণ করে।

কারিতাস বাংলাদেশের কেন্দ্রীয় প্রকল্প বারাকা ১৯৮৮ সাল থেকে দেশে অলাভজনকভাবে মাদকাসক্ত ব্যক্তিদের চিকিৎসা ও পুনর্বাসন সেবা দিচ্ছে। বারাকা বাংলাদেশে প্রথম পুনর্বাসনভিত্তিক চিকিৎসা ব্যবস্থার প্রবর্তন করে। বারাকা ১৯৮৮ সালের জুলাই মাসে দেশে আরও কিছু সমমনা পুরোহিত ও সিস্টারদের সহযোগিতায় ব্রাদার্স অব হলি ক্রস কনগ্রিগেশনের উদ্যোগে শুরু হয়েছিল।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, জুলাই ৩০, ২০২৩
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।