ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

লালপুরে আমবাগানে পড়েছিল যুবকের মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৬ ঘণ্টা, জুলাই ৩১, ২০২৩
লালপুরে আমবাগানে পড়েছিল যুবকের মরদেহ

নাটোর: নাটোরের লালপুরে কুরবান আলী (৪৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

সোমবার (৩১ জুলাই) সকালে উপজেলার আরবাব ইউনিয়নের বড়বড়িয়া গ্রামের একটি আমবাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

 

নিহত কুরবান একই গ্রামের হযরত আলীর ছেলে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জ্বল হোসেন বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, সোমবার সকালে উপজেলার বড়বড়িয়া বাজারের পূর্ব পাশে জনৈক খলিলুর রহমানের আমবাগানে একটি মরদেগ পড়ে থাকতে দেখেন পাশের জমিতে কাজ করতে আসা দিনমজুররা। বিষয়টি স্থানীয় লোকজনকে জানালে তারা পুলিশকে খবর দেয়।

পরে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। কারা কি উদ্দেশ্যে তাকে হত্যা করে এ স্থানে ফেলে রেখে গেছে তা খতিয়ে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১১৫৬ ঘণ্টা, জুলাই ৩১, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।